দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৩০ নভেম্বর ২০২২: বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (BMCH) সৌন্দর্যের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবার প্রথমে জরুরী বিভাগের সামনে থাকা মজে যাওয়া জলাশয়টিকে পরিচ্ছন্ন করে নতুন রূপ দেওয়া হবে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে।
প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয় হবে প্রকল্প বাস্তবায়িত করতে। জানা যাচ্ছে, জলাশয়টির চারপাশে ঘিরে দেওয়া হবে। বিশ্রামের জন্য ছাউনি করা হবে। এমনিতে রোগীর পরিজনদের বিশ্রামের জায়গার অভাব রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রকল্প সম্পূর্ণ হলে হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়রা বিশ্রাম নিতে পারবেন। টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।