You are currently viewing পুজোর আগে সিটি সেন্টারে নতুন ত্রাস!

পুজোর আগে সিটি সেন্টারে নতুন ত্রাস!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে পুজোর আগে নতুন ত্রাস! সকালে প্রাতভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের কাছে গলার হার খোয়ালেন প্রবীণ বাসিন্দা ইলা সরকার। উদয় শংকর বিথীর ঘটনা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশি টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইলা সরকার আর একজনের সঙ্গে প্রাতভ্রমণে বেরিয়ে ছিলেন। এরপর ফুলের দোকানে ফুল কিনে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বাইকে করে দু’জন আসে। পিছনে যে বসে ছিল সে তাঁর গলার হার টান মেরে ছিঁড়ে নেয়। তিনি বলেন, ‘‘আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ি। বাইকে দু’জন ছিল। মাথায় হেলমেটও ছিল না। অজিত কুমার সরকার বলেন,  ‘‘অধিকাংশ প্রবীণ মানুষের বসবাস এখানে। এমন অভিজাত এলাকায় যদি এভাবে দিবালোকে ছিনতাই হয় তাহলে দুশ্চিন্তা তো হবেই! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply