দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ মার্চ ২০২৪: তালা দিয়ে বন্ধ করে দেওয়া হল আস্ত টাউনশিপ। মূল প্রবেশদ্বারে তালা দিয়ে দেওয়ায় ভিতরে কার্যত বন্দি হয়ে পড়েন আবাসিকরা। কোনও রকমে ছোট গেট দিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। গাড়ি ঢোকার উপায় নেই। ভিতরে রয়েছে হাইস্কুল। সেখানেও মিড ডে মিলের সামগ্রী নিয়ে গাড়ি ঢুকতে পারছে না।
গত কয়েকদিন ধরে এমনই পরিস্থিতি ছিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের ডিসিএল টাউনশিপের। আবাসিকরা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি টাউনশিপের মূল প্রবেশদ্বারে তালা দিয়ে দেওয়া হয়। ডিসিএল কর্তৃপক্ষ আবাসিক এবং স্কুল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই তালা দিয়ে দেন বলে অভিযোগ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সোমবার সকালে স্থানীয়রা দায়িত্বে থাকা নিরাপত্তা এজেন্সিকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন। বিক্ষোভে সামিল হন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারাও। আবাসিক সুভাষ রায় অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি আচমকা তালা দিয়ে দেওয়া হয় মূল প্রবেশদ্বারে। স্কুলে বা টাউনশিপে গাড়ির যাতায়াত বন্ধ হয়ে যায়। কেউ অসুস্থ হয়ে পড়লেও গাড়ি ভিতরে ঢোকানোর কোনও উপায় ছিল না। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন।
স্কুলের শিক্ষক পরমানন্দ কুন্ডু অভিযোগ করেন, তাঁদের এবং পড়ুয়াদের চরম সমস্যা হচ্ছিল। আবাসিকদের সঙ্গে তাঁরাও আন্দোলনে সামিল হয়েছেন। এইভাবে যাতায়াতের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ায় মিডডে মিলের চাল ডালের গাড়ি স্কুলের সামনে যেতে পারছে না। পড়ুয়াদেরও হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।
কারখানার নিরাপত্তা এজেন্সির তরফে নাড়ুগোপাল ঘোষ দাবি করেন, কারখানা কর্তৃপক্ষের নির্দেশ মেনেই তিনি তালা দিয়েছিলেন। দু’ঘণ্টা ধরে আন্দোলন চলার পর কারখানা কর্তৃপক্ষের নির্দেশেই শেষ পর্যন্ত তালা ভেঙে দেয় নিরাপত্তা এজেন্সি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।