
দুর্গাপুর: নেই পার্কিং জোন। বাড়ির সামনেই রেখে দেওয়া হচ্ছে অনলাইন মুদিখানা ও কাঁচা শাক সবজি ডেলিভারি সংস্থার বহু বাইক। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজায় ওই অনলাইন মুদিখানা ও কাঁচা শাকসবজি ডেলিভারি সংস্থার দফতরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সঞ্চিতা দে নামের এক আবাসিক অভিযোগ করে বলেন, “এইভাবে বাড়ির সামনে এত বাইক রাখা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরোতেই পারছি না। গাড়িও বের করতে পারছি না। বার বার জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছি। আজ আমরা ক্ষোভে ফেটে পড়তে পুলিশ এল। পুলিশকে আমরা বিষয়টি জানালাম। নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করুক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
