চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ায়

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৮ আগস্ট ২০২৩: টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। দেননি টাকা ফেরত। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে কোতুলপুরে স্থানীয় যুবকেরা সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন সাংসদ।
কোতুলপুরের লাউগ্রামের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ। মিলমোড় সংলগ্ন এলাকায় কয়েকজন জড়ো হয়ে সাংসদকে দেখে ‘চোর হঠাও, দেশ বাঁচাও’ বলেও চিৎকার করতে থাকেন। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবি জানাতে থাকেন। তাঁদের দাবি, ২০১৫ সালে চাকরি পাওয়ার আশায় বিষ্ণুপুরের সাংসদকে লক্ষ লক্ষ টাকা দেন তাঁরা।
সাংসদের নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেন। আসে পুলিশ। এরপর সাংসদের গাড়ি লাউগ্রামের দিকে এগিয়ে যায়। অভিযোগ অস্বীকার করে সৌমিত্র বলেন, “এসব তৃণমূলের গুন্ডাদের চক্রান্ত। এসব করে আমাকে আটকানো যাবে না।’’