দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরের ছাই থেকে এলাকায় ব্যাপক দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগ তুলে অবিলম্বে ছাই পুকুর সরানোর দাবিতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ, বনগ্রাম, দুবচুড়ুরিয়া সহ আশপাশ এলাকার মানুষজন সরব হয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
বাসিন্দারা জানিয়েছেন, জানলা দরজা খুলে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে দূষণের কারণে। শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে শুরু করে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তাঁরা। ঝড় হলে ছাই বাতাসে উড়ে গিয়ে বিপদ আরও বাড়ায়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের সব জানানোর পরেও ফল মেলেনি বলে জানিয়েছেন তাঁরা। গোপালমাঠ ভূমি রক্ষা কমিটি আন্দোলন করছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি। দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের সাফাই, এই দূষণ যন্ত্রনা থেকে মুক্তি দেওয়ার দায় বিজেপি বিধায়ক ও সাংসদের। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, দায় এড়ানো নয়, একসাথে লড়াই করতে হবে মানুষের স্বার্থে। তবে দুর্গাপুর পুরসভা কোন স্বার্থে চুপ করে আছে, সেই প্রশ্নও তোলেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।