দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৪: রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) জায়গায় সীমানা পাঁচিল দিয়ে ঘেরার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠ এলাকার ঘটনা। ঠিকাদার সংস্থার কর্মীদের আটকে রেখে কাজ বন্ধ করে দিলেন তাঁরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সম্প্রতি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সম্প্রসারণের জন্য কারখানার জমিতে পাঁচিল নির্মাণের কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে কারখানা লাগোয়া গোপাল মাঠের জগুর বাঁধে পাঁচিল দেওয়ার জন্য লোহার স্ট্রাকচার বাঁধার কাজ শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে সেই কাজ করছিল ঠিকাদার সংস্থা। সোমবার সকালে কাজ শুরু হতেই এলাকার কয়েকশো মানুষ ঠিকাদার সংস্থার সুপারভাইজার সহ কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন।
বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ বন্ধ করে সেই জেসিবি দিয়েই লোহার স্ট্রাকচার তুলে ফেলে মাটি-ভরাট করে দিতে বাধ্য হন। এরপর এলাকা ছেড়ে চলে যান তাঁরা। বিক্ষোভকারী নারায়নী বাউড়ি, ধ্রুবজ্যোতি মুখার্জি সাফ জানান, গ্রীষ্মকালে এলাকা জুড়ে পানীয় জলের সংকট দেখা দেয়। তখন এই জগুর বাঁধের জলই ভরসা হয়ে দাঁড়ায়। জগুর বাঁধ রয়েছে তাঁদের বাপ ঠাকুরদাদের জমির উপর। এখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ জোর করে পাঁচিল দিয়ে দখল করতে চাইছেন।
তাঁদের দাবি, আগে কারখানা কর্তৃপক্ষকে জমির দলিল দেখাতে হবে। তারপরেই তাঁরা এই জমিতে পাঁচিল দিতে দেবেন। তার আগে কাজ করতে দেবেন না। ঠিকাদারের সুপারভাইজার সপ্তর্ষি ঘোষ দাবি করেন, তাঁরা সোমবার সকাল থেকেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করছিলেন। কিন্তু স্থানীয়রা বলেন, এই জায়গায় কাজ করতে দেবেন না। তাঁদেরকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তারপরেই তাঁরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।