দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ২৭ জুলাই ২০২৪: স্পঞ্জ আয়রন কারখানার দূষণে জেরবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বক্তারনগরের বাসিন্দারা। শনিবার এলাকাবাসী বিক্ষোভ দেখান কারখানার গেটে। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন ও একটানা ধর্নার হুমকি দিয়েছেন তাঁরা। অভিযোগ, ওই স্পঞ্জ আয়রন কারখানা নিয়ম না মেনে দূষণ নিয়ন্ত্রক যন্ত্র না চালিয়ে কারখানা চালায়। এর জেরে দূষিত হচ্ছে বক্তারনগর, পলাশবন ও বাবুইশোল এলাকার বিস্তীর্ণ অঞ্চল।
এলাকাবাসীর অভিযোগ, দূষণের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। শনিবার প্রতিবাদে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করে অবিলম্বে দূষণ বন্ধের দাবি জানানো হয়। তিনটি গ্রামের কয়েকশো বাসিন্দা বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। তা নাহলে তাঁরা কারখানার গেটে লাগাতার বিক্ষোভ, আন্দোলন ও ধর্নায় বসবেন। এলাকাবাসীর অভিযোগ, দূষণের জেরে অসুস্থ বাসিন্দারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাঁদের এই এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করার পরামর্শ দিচ্ছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তাঁদের আরও অভিযোগ, বাড়ির উঠোনে জামা-কাপড় মেলা যায় না। বাড়ির ছাদ, উঠোন থেকে শুরু করে কুয়োর জল, পুকুরের জল সব কালো আস্তরণে ঢেকে গিয়েছে। বয়স্ক ও শিশুরা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেননি। প্রসঙ্গত, বক্তার নগরের বাসিন্দারা দূষণের বিরুদ্ধে এর আগে বহুবার বিক্ষোভ, আন্দোলন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মীরাও দূষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।