টানা বৃষ্টিতে কারওর দেওয়ালে ফাটল আবার কারওর খড়ের ছাউনির ফুটো দিয়ে মেঝেতে জল পড়ছে। দমকা হাওয়ায় কাঁপছে দেওয়াল। ছেলেমেয়েদের নিয়ে প্রাণ হাতে নিয়েই দিন কাটছে তাঁদের।
——————————————-
সনাতন গরাই, কাঁকসা, ২ অক্টোবর ২০২৩: মেলেনি আবাস যোজনার বাড়ি। নিম্নচাপে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিদবিহারের কয়েকশো বাসিন্দার দিন কাটছে চরম দুর্ভোগে। কার্যত দুর্যোগে প্রাণ হাতে নিয়েই দিন কাটাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা। বিদবিহারের শিবপুরের অনেকের নাম ছিল আবাস যোজনার তালিকায়। কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা রাজ্যকে না পাঠানোয় পাকা বাড়ি হয়নি। টানা বৃষ্টিতে কারওর দেওয়ালে ফাটল আবার কারওর খড়ের ছাউনির ফুটো দিয়ে মেঝেতে জল পড়ছে। দমকা হাওয়ায় কাঁপছে দেওয়াল। ছেলেমেয়েদের নিয়ে প্রাণ হাতে নিয়েই দিন কাটছে তাঁদের।
সম্প্রতি বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। আবাস যোজনায় বাড়ি না মেলায় এই মর্মান্তিক ঘটনা অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল। বিদবিহার নিয়েও তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারী বর্ষণে ছেলে মেয়েদের নিয়ে কোথায় আশ্রয় পাবেন বুঝতে পারছেন না বাসিন্দারা। দ্রুত কেন্দ্রের কাছে আবাস যোজনার টাকা পাঠানোর দাবি তুলেছেন তাঁরা। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন, ‘‘রাজ্যের বকেয়া টাকা আটকে রেখে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে কেন্দ্র।’’
আরও পড়ুন- মামি শাশুড়িকে কুপ্রস্তাব, বাধা দেওয়ায় মামাশ্বশুরকে খুন, গ্রেফতার জামাই
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।