কর্নিয়ার জটিলতম অস্ত্রোপচারে প্রবীণের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনল Dvita Eye Care

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের Dvita Eye Care-এ নিয়মিত চোখের জটিল অস্ত্রোপচার করা হয়ে থাকে। সম্প্রতি এক ৫৭ বছরের ব্যক্তির দৃষ্টিশক্তি ফেরাতে আস্ত কর্নিয়া প্রতিস্থাপন নয়, কর্নিয়ার ত্রুটিপূর্ণ স্তর সরিয়ে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল Dvita Eye Care। বিহারের সমস্তিপুরের ওই ব্যক্তি একটি হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করেছিলেন। দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের পরিবর্তে ক্রমশ ক্ষীণ হতে শুরু করে।
২০২৪ সালের অক্টোবরে ডান চোখে ক্ষীণ দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে Dvita Eye Care-এ আসেন তিনি। সেখানে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ ডাঃ অমিত কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক জানান, তাঁর সিউডোফ্যাকিক কর্নিয়াল ডিকম্পেনসেশন (Pseudophakic Corneal Decompensation) ধরা পড়ে। এমন হলে কর্নিয়ার স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। কর্নিয়া তরল পদার্থে পূর্ণ হয়ে যায়। ফলে দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর চোখের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পরে DSEK (Descemets Stripping Endothelial Keratoplasy) নামক ল্যামেলার কর্নিয়া প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়। এই পদ্ধতিতে কেবল কর্নিয়ার ত্রুটিপূর্ণ আস্তরণটি অপসারণ করা হয় এবং দাতার কর্নিয়া থেকে একটি নতুন স্তর সেখানে প্রতিস্থাপন করা হয়। এটি সাধারণত ৭০মাইক্রন-৯০মাইক্রন (০.০৭ মিমি থেকে ০.০৯ মিমি) পাতলা হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই অস্ত্রোপচার করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২৫ এপ্রিল ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন তিনি। এখন তাঁর উপর নজর রাখা হচ্ছে। ডাঃ অমিত কুমার দাস বলেন, “আশা করছি, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে তাঁর দৃষ্টিশক্তি আরও উন্নত হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
লিভার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন?

