দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ আগস্ট ২০২৪: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে। সম্ভবত গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। রাত ৩টে থেকে সকাল ৬টার মধ্যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তে জানা গিয়েছে, তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে ফোনে কথা হয় তরুণীর। শুক্রবার সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয় আরজিকর মেডিক্যাল কলেজ। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। এই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছেন আর জি কর কর্তৃপক্ষ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন।
নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতালে তদন্তে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, সেখানে কোনও সিসি ক্যামেরা ছিল না। এক মাত্র মেয়ের এমন নৃশংস পরিণতিতে কার্যত ভেঙে পড়েছেন বাবা-মা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RG Kar Medical College