দুর্গাপুর দর্পণ ডেস্ক: আরজি করের নৃশংস ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। আইনজীবী উজ্জ্বল গৌঢ় এবং রোহিত পাণ্ডে চিঠিতে লেখেন, “কলকাতায় হয়ে যাওয়া ঘটনাটি খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। তাই প্রধান বিচারপতির উচিত বিষয়টিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া। গোটা দেশ আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব। তাঁরা ন্যায় চাইছেন। দেশের বিচারব্যবস্থার অভিভাবক আপনি। তাই চিকিৎসকের উপর ঘটে যাওয়া এই নির্মম ও নৃশংস ঘটনায় আপনার হস্তক্ষেপ প্রয়োজন।” শেষ পর্যন্ত এদিন দুপুর ১টা নাগাদ মামলাটি নথিভুক্ত হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে। পুলিশের হাতে ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। দফায় দফায় জেরা করা হচ্ছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তবে নতুন করে আর কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি সিবিআই। এই প্রেক্ষিতেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার দিনের শুরুতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলা শুনবে বলে ঠিক হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।