September 29, 2023

বিজ্ঞানীরা চাঁদ থেকে ফিরলে অভিনন্দন জানাতে তৈরি হচ্ছেন মন্ত্রী-বিধায়ক’রা!

দুর্গাপুর দর্পণ ডেস্ক ২৫ আগস্ট ২০২৩: চন্দ্রযান ৩ নিয়ে দেশের কিছু মন্ত্রী বিধায়ক এর মন্তব্য রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা বিধায়ক ওপি রাজভর চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘কঠোর পরিশ্রম এবং গবেষণার জন্য ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। তৃতীয় চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন জানাই। আগামীকাল তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরে এলে, সমগ্র দেশের তরফে তাঁদের স্বাগত জানানো উচিত।’

এর আগে রাজস্থানের ক্রীড়ামন্ত্রী কংগ্রেস বিধায়ক অশোক চন্দনা বলেছিলেন বিক্রমের সঙ্গে যাওয়া অভিযাত্রীরা নিরাপদেই চাঁদে অবতরণ করেছেন। তিনি বলেন, ‘আমরা সফল হয়েছি। নিরাপদ অবতরণ অর্থাৎ সঙ্গের যাত্রীরা নিরাপদে নেমেছেন। আমি যাত্রীদের অভিবাদন জানাই।’ বাস্তব হল, চন্দ্রযান ৩ প্রকল্পে চাঁদে মানুষ নয়, পাঠানো হয়েছে অনুসন্ধানকারী অত্যাধুনিক যন্ত্র।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: