সৃজনী থেকে পঙ্কজ রায় সরকারকে নিয়ে বড় বার্তা দিলেন ঋতব্রত

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: “নেতা খুশি হলে গেট পাশ দেবে। গেট পাস কি কোনও নেতার বাবার সম্পত্তি? লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে। তখন কিন্তু কান্নাকাটি করে ফল হবে না। জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে আইএনটিটিইউসি নেতৃত্বের একাংশকে এভাবেই সতর্ক করলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, পঙ্কজ রায় সরকার আইএনটিটিইউসি-র কেউ নন। তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত।
শনিবার বিকেলে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পন্নামবলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল দুর্গাপুর-উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র, মাঝারি ও ছোট কারখানার প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়। ঋতব্রত বলেন, “কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। আইএনটিটিইউসির কেউ বা তৃণমূলের কোনও নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এমন কিছু হলে তিনি পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন। আইএনটিটিইউসির কোর কমিটির কেউ এসব কাজে যুক্ত থাকলে সোজা তাঁর কাছে অভিযোগ দায়ের করতে বলেন তিনি। ঋতব্রত জানান, এখনও দুর্গাপুরে কেউ কেউ নিয়োগের বিষয়ে সুপারিশ করছেন। তিনি আরও বলেন, “পঙ্কজ রায় সরকার আইএনটিটিইউসি-র কেউ নন। নির্দিষ্ট করে কিছু বলছি না। অনেকে আমাকে বলেছেন। এখানে সকলে আছেন। তাই আমি সেটা বলে দিলাম। উনি আমাদের পার্টির সঙ্গে যুক্ত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

