যেন টাকাগুলো অধিকারীদের নিজের টাকা, যেন টাকাগুলো বিজেপির বাবার সম্পত্তি!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ আগস্ট ২০২৩: “যেন টাকাগুলো অধিকারীদের নিজের টাকা, যেন টাকাগুলো বিজেপির বাবার সম্পত্তি!” রবিবার দুর্গাপুরে সগরভাঙা বিডিও অফিস ময়দানে তৃণমূলের সভা থেকে এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে নজির বিহীন আক্রমণ করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত বলেন, ‘‘২০২২ সালের নভেম্বর মাসে কেন্দ্রের সরকার এই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে জানায়, আবাস যোজনায় কোনও দুর্নীতি হয়নি। অথচ ১১লক্ষ ৩৬ হাজার বাড়ি আটকে রেখেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, একশো দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, গ্রামীণ সড়কের টাকা দেবেন না। যেন টাকাগুলো অধিকারীদের নিজের টাকা, যেন টাকাগুলো বিজেপির বাবার সম্পত্তি!’’
বিজেপির বক্তব্য, কেন্দ্রের টাকা নিয়ে নয়ছয় দুর্নীতি বন্ধ না হলে বকেয়া দিয়ে হবে কী? আগে দুর্নীতি বন্ধ হোক। তারপরে বকেয়ার দাবি করুক তৃণমূল। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, যুবনেত্রী রাজন্যা হালদার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।