You are currently viewing Durgapur : ডিটিপিএসে পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ

Durgapur : ডিটিপিএসে পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ

এদিন পুনর্বাসনের দাবিতে মায়াবাজারের মূল রাস্তা অবরোধ করেন বস্তিবাসীরা।

————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি’র তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএসে (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন) ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট নির্মাণের উদ্যোগ শুরু হয়েছে। সেজন্য আশপাশের প্রায় ৫ হাজার অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন কর্তৃপক্ষ।

দুর্গাপুর ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। শনিবার স্থানীয় বাসিন্দারা মায়াবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে আসে পুলিশ। পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাঁরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত ঘন্টা দেড়েক পরে পুলিশ ও ডিটিপিএসের এক আধিকারিকের সঙ্গে আলোচনার পরে বিক্ষোভ ওঠে।

এদিন পুনর্বাসনের দাবিতে মায়াবাজারের মূল রাস্তা অবরোধ করেন বস্তিবাসীরা। তাঁদের দাবি, দ্রুত উচ্ছেদের নোটিশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় উপযুক্ত পুনর্বাসন দিয়ে তার পরেই উচ্ছেদ করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply