You are currently viewing জাতীয় সড়কের সার্ভিস রোড যেন মরণফাঁদ! অবরোধ পানাগড়ে

জাতীয় সড়কের সার্ভিস রোড যেন মরণফাঁদ! অবরোধ পানাগড়ে

মঙ্গলবার প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সার্ভিস রোড খানাখন্দে ভরা। তার উপর নেই পথবাতি।

——————————————-

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৪ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড যেন মরণফাঁদ! প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সার্ভিস রোড খানাখন্দে ভরা। তার উপর নেই পথবাতি।

পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক থেকে পানাগড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে তবে জাতীয় সড়কে ওঠা যায়। সেই সার্ভিস রোড এমন বেহাল যে নিত্যদিন গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। উল্টে যাচ্ছে ভারি ট্রাক। যে কোনও সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের। দ্রুত সার্ভিস রোড সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করেন এলাকাবাসীরা।

প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। বিক্ষোভকারী শান্তিময় মন্ডল জানান, একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং স্থানীয় প্রশাসনকে রাস্তা সংস্কার এবং পথবাতির দাবি জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply