দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ১৮ ফেব্রুয়ারি ২০২৪: সন্দেশখালিতে নারী নির্যাতন এবং তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রবিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রঘুনাথপুর থেকে পারুলিয়া যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।
বিজেপি নেতা বিকাশ সিং বলেন, দ্রুত সন্দেশখালির ঘটনার মাস্টারমাইন্ড শাজাহান শেখকে গ্রেফতার করতে হবে। সন্দেশখালির মানুষকে নিরাপত্তা দিতে হবে বলেও দাবি তোলেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখার্জি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওরা ঝামেলার পার্টি। সব জায়গায় ঝামেলা তৈরি করার চেষ্টা করছে।সন্দেশখালিতেও প্ররোচনা তৈরি করে অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে বিজেপি, কটাক্ষ করেন তিনি।