
দুর্গাপুর: পিচ তুলে দেওয়া হয়েছে। তার উপর দিয়েই চলছে যানবাহন। ফলে এলাকা ধুলোয় ভরে যাচ্ছে। দ্রুত সার্ভিস রোড সংস্কারের দাবিতে রবিবার সকাল ১০টা থেকে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কাঁকসার মাস্টারপাড়ার বাসিন্দারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভের খবর পেয়ে আসে কাঁ১৯কসা থানার পুলিশ। বাসিন্দাদের দাবি মতো ওই সার্ভিস রোড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এদিন এলাকার গৃহবধূ থেকে প্রবীণ, সবাই বেরিয়ে আসেন এবং রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের একটাই দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবিলম্বে সার্ভিস রোড মেরামতির ব্যবস্থা করুন এবং ধুলো থেকে মুক্তি দিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।