দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট ২০২৩: শহরের সব মরা জীবজন্তু এনে ফেলা হয় স্টিল হাউস বস্তি সংলগ্ন জঙ্গলে। পচা দুর্গন্ধে টেকা দায় এলাকায়। এই অভিযোগে শনিবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডিএসপি টাউনশিপে সংলগ্ন আশুতোষ মুখার্জি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তারা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। এর জেরে যানজট হয়।
বাসিন্দাদের অভিযোগ, এদিনও সন্ধ্যায় একটি বড় মৃত গরু কে বা কারা ফেলে দিয়ে চলে যায়। তাদের দাবি, প্রায় প্রতিদিনই এরকমভাবে গরু, কুকুর, ছাগল সহ অন্যান্য মৃত জন্তু এখানে ফেলা হয়। পচা দুর্গন্ধ বাতাসে বয়ে যায় স্টিল হাউস বস্তির দিকে। তাছাড়া এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষও চরম সমস্যায় পড়েন। কিন্তু পুরসভার কোন হেলদোল নেই। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তাঁকেও বাসিন্দারা ক্ষোভের কথা জানান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। এদিন ফেলে যাওয়া মৃত গরুটিকে দ্রুত সড়ানোর ব্যবস্থা করেন অনিন্দিতাদেবী।