দুর্গাপুর: দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে এমএএমসি শিব মন্দির পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি চার লেনের করা হবে। খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা। শনিবার দুপুরে এই কাজের সূচনা করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সিইও রাজু মিশ্র, পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ খুব দ্রুত শেষ হবে। যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। কমবে দুর্ঘটনা। গান্ধী মোড় থেকে একেবারে এমএমসি শিব মন্দির পর্যন্ত গোটা রাস্তাটি জাতীয় সড়কের ধাঁচে চার লেনের হতে চলেছে। রাস্তার দুই পাশে গাছ লাগানো হবে। মাঝে ডিভাইডার করা হবে। লাগানো হবে পথবাতি।” সাংসদ কীর্তি আজাদ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাজের প্রশংসা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।