দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রবল বৃষ্টিতে ধস নেমেছে দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার সামনের রাস্তায়। গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে। ঘটনাস্থলে আসেন ইসিএলের আধিকারিকেরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশপাশে একাধিক কোলিয়ারি রয়েছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
যদিও ইসিএলের আধিকারিকেরা জানান, এই জায়গার নিচে কয়লা উত্তোলন করা হয়নি। তাই কী কারণে এই ধস, তা তাঁরাও বুঝে উঠতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, ভারি বৃষ্টির জেরে সম্ভবত ভূগর্ভের মাটি নরম হয়ে এই বিপত্তি দেখা দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।