দুর্গাপুর: সার্ভিস রাইফেল সহ কাঁকসা থানার জিপ ছিনতাই। সোমবার দুপুরে দুঃসাহসিক ঘটনাটি ঘটে ১৯নং জাতীয় সড়কের উপর কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে। পুলিশের জিপ নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন এএসআই মিন্টু মুখার্জী, দুই কনস্টেবল রাম রতন কুমার, আমিনুর রহমান এবং সিভিক ভলান্টিয়ার উদয় ঘোষ। তাঁরা চেকপোস্টের বাইরে জিপটি দাঁড় করিয়ে রেখেছিলেন।
আচমকা তাঁরা দেখেন, জিপ উধাও। কপালে ঘাম জমে যায় তাঁদের। কারণ, জিপের ভিতর রয়েছে দুটি সার্ভিস রাইফেল। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় জোরদার নাকা চেকিং শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত আসানসোল শহর থেকে উদ্ধার হয় গাড়িটি। উদ্ধার হয় গাড়িতে থাকা দুটি রাইফেলও। আটক করা হয় একজনকে। মনে করা হচ্ছে, গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করায় গাড়িটি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
প্রশ্ন উঠছে, গাড়ির মধ্যে এভাবে রাইফেল রেখে পুলিশ কর্মীরা কোথায় যান? পুলিশের গাড়ি এভাবে ছিনতাই করে নিয়ে গেল কে? এত দুঃসাহস অপরাধীদের হয় কী করে? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “কাঁকসা থানার এএসআই সহ দুই কনস্টেবলকে শো-কজ এবং ক্লোজ করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কী উদ্দেশ্যে গাড়ি ছিনতাই করা হয়, তা তদন্ত করে দেখা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।