
দুর্গাপুর: রবিবার ভোরে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে (ডিপিএল) ওয়াগেনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ঠিকা শ্রমিক পৃথো টুডুর। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয় আইএনটিটিইউসি। মৃতের পারলৌকিক ক্রিয়া কর্মের জন্য সেদিনই ৫০ হাজার টাকা দেওয়া হয়। শুক্রবার ডিপিএল টাউনশিপের স্টেট অফিসে মৃতের পরিবারের হাতে ক্ষতপূরণ বাবদ ১৩ লক্ষ টাকার চেক প্রদান করা হল। খুব শীঘ্র মৃতের মেয়েকে কাজ দেওয়ার আশ্বাসও দিয়েছেন ডিপিএল কর্তৃপক্ষ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএলের আধিকারিকরা এবং জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর দীপঙ্কর লাহা, ডিপিএলের আইএনটিটইউসি শ্রমিক সংগঠনের সম্পাদক মৈনাক মজুমদার সহ অন্যান্যরা। জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক জানান, এর ফলে মৃতের পরিবারের কিছুটা সুরাহা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
