September 29, 2023

বড় আপডেট: ইউটিউবে আর ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ওয়াচ আওয়ার লাগবে না

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ জুন ২০২৩: এখন থেকে আর ১০০০ সাবস্ক্রাইবার লাগবে না। তার অর্ধেক অর্থাৎ মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউব থেকে মিলবে আয়ের সুযোগ। ওয়াচ আওয়ার চার হাজার ঘন্টার পরিবর্তে লাগবে তিন হাজার ঘন্টা। Youtube শর্টসের ক্ষেত্রে ১০ মিলিয়ন ভিউ থেকে নামিয়ে তিন মিলিয়ন ভিউ করা হয়েছে।

নতুন এবং ছোট কনটেন্ট ক্রিয়েটররা ( YouTube Content Creator) যাতে এই প্লাটফর্ম থেকে আয়ের সুযোগ পান সেজন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। হবে প্রাথমিকভাবে এই নিয়ম ভারতের জন্য করা হয়নি। আপাতত আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে চালু করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্র ভারতেও এই নতুন নিয়ম কার্যকরী হবে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: