প্রান্তিক মানুষজনের সুবিধার জন্য বর্ধমানে গ্রামীণ লোন মেলা

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৩ জুন ২০২৩: সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) সদর বর্ধমান শহরে ‘গ্রামীণ-লোন মেলা’র আয়োজন করেছিল HDFC Bank। দামোদর তীরবর্তী অঞ্চলের ক্ষুদ্র চাষী থেকে শুরু করে FPO-র সদস্যরা, কৃষি ভিত্তিক স্টার্টআপের সঙ্গে যুক্ত, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, MSME-র সঙ্গে যুক্ত, পরিবহণ ও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত প্রায় ৫ হাজার জন এই মেলায় যোগ দেন।
ব্যাঙ্কের ‘কমার্শিয়াল অ্যান্ড রুরাল ব্যাঙ্কিং গ্রুপ’ এই লোন মেলার আয়োজন করেছিল। পশ্চিমবঙ্গের ১৩৪টি শহরে, ২৯৭টি শাখা এবং প্রায় ৫৯৭টি বিজনেস করস্পন্ডেন্ট নেটওয়ার্কের সাহায্যে এই ব্যাঙ্ক পরিষেবা প্রদান করে চলেছে। অর্ধেকের বেশি শাখা প্রত্যন্ত গ্রামীণ এবং মফস্বল এলাকায় রয়েছে। গ্রামীণ জনজীবনের উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকে এই ব্যাঙ্ক।
ব্যাঙ্ক থেকে ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থ, টার্ম লোন কিংবা ব্যাঙ্ক গ্যারান্টির সুবিধা নিয়ে যাতে গ্রামীণ এলাকার ক্ষুদ্র উদ্যোগপতিরা তাঁদের অগ্রগতি বজায় রেখে নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন, সেজন্যই এই লোন মেলার আয়োজন। মেলার সূচনা করেন Group Head-CRB, HDFC Bank রাহুল শ্যাম শুক্লা।