‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’ বললেন শচীন

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৩: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’। বললেন জাতীয় নির্বাচন কমিশনের জাতীয় আইকন শচীন তেন্ডুলকর। বুধবার দিল্লির এক অনুষ্ঠানে শচীন বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে তবেই স্বপ্নের ভারত গড়ার সম্ভব হবে।
তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেটের ড্রেসিংরুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা যান। ভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতি একাকার হয়ে যায়। ঠিক তেমনই ভারতের শক্তি হল তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এদিন দিল্লি আকাশবাণীর এক অনুষ্ঠানে ভারতরত্ন ক্রিকেটারকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় আইকন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।