দুর্গাপুর: নতুন কৌশলে বালি চুরি শুরু হয়েছে দুর্গাপুরের দামোদরের সেচ ক্যানেল থেকেনতুন কৌশলে বালি চুরি শুরু হয়েছে দুর্গাপুরের দামোদরের সেচ ক্যানেল থেকে। দিন দুপুরে বুক ফুলিয়ে পুলিশ, প্রশাসন ও সেচ দফতরের নজর এড়িয়ে বালি চুরি হচ্ছে দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের বর্ধমান সেচ ক্যানেল থেকে। স্থানীয়দের নিয়োগ করে চলছে দেদার বালি চুরি।
বর্ধমান সেচ ক্যানেলের মাঝ বরাবর বেআইনি ভাবে বালি কাটা হচ্ছে। এখন জল কম বর্ধমান সেচ ক্যানেলে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে বালি মাফিয়ারা। বালি চোররা বালি কেটে বস্তা বস্তা বালি এরপর এক জায়গায় জড়ো করে চড়া দরে সিন্ডিকেট সিস্টেমের মাধ্যমে পৌঁছে দিচ্ছে বাজারে। দুর্গাপুর নগর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনিতে গেলে দেখা যাবে বালির কারবার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনাস্থল থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানা। মাত্র আধ কিলোমিটারের মধ্যে রয়েছে রাজ্য সরকারের সেচ দফতরের হেড অফিস। কিন্তু বালি চুরি চলছে প্রকাশ্যে। দুর্গাপুর সেচ দফতরের আধিকারিক সঞ্জয় মজুমদার যদিও দাবি করেছেন, বেআইনি বালির কারবারিদের রেয়াত করা হবে না।
বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সেচ দফতর, পুলিশ সব ঘুমোচ্ছে না তৃণমূলকে সুবিধা করে দিতে চোখ বুজে আছে?” দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ভীম সেন মন্ডল জানান, তাঁদের দল সব সময় বেআইনি বালির কারবারের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক বালির এই বেআইনি কারবার বন্ধ করতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।