সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: লক্ষ্মীর অভাবে এবার সরস্বতী বন্দনা হল না জঙ্গলমহলের গ্রামে।পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের জঙ্গলমহলের আদিবাসী গ্রামের বাসিন্দাদের মন ভারাক্রান্ত। ১০ বছর আগে কাঁকসার বিদবিহারের কাঁঠালডাঙ্গা ও বন ফুলঝোড় আদিবাসী গ্রামে সরস্বতী বন্দনা শুরু হয়। অভাব অনটনের মধ্যেই দেবী সরস্বতীর পুজোর আয়োজন হত গ্রামে।
একটি বেসরকারি সংস্থা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সাহায্য মিলতো। এ বছর একে অভাব তার উপর মেলেনি আর্থিক সহযোগিতা। পেট চালাতে গ্রামের যুবকেরা ভিন রাজ্যে গিয়েছে শ্রমিকের কাজে। সরস্বতীর পুজো এবার হল না বলে গ্রামের সবার মন খারাপ। গ্রামের পড়ুয়ারা কেউ পাঁচ কিলোমিটার দূরের স্কুলে আবার কেউ দুই কিলোমিটার দূরের গ্রামে গিয়ে পুজোয় সামিল হয়েছে। কিন্তু অনেকেই পারেনি যেতে।
দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া জানায়, গত ১০ বছর ধরে হয়ে গ্রামে পুজো আসছে। কিন্তু এ বছর আর হল না। ৫ কিলোমিটার দূরের স্কুলে যাওয়া সম্ভব হয়নি। তাই সরস্বতী পুজোতেও সামিল হতে পারেনি সে। আগামী বছর ফের গ্রামে বাগদেবীর আরাধনা হোক, সেটাই চান তাঁরা। এলাকার এক মহিলা দুর্গামনি হেমব্রম বলেন, “অভাবের তাড়নায় গ্রামের ছেলেরা ভিন রাজ্যে গিয়েছে কাজ করতে। টাকা নেই। তাই হল না পুজো।’’
আগামী বছর ফের ‘জয় জয় দেবী চরাচর সারে’, মন্ত্রে মুখরিত হোক এলাকা, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার আদিবাসী মানুষজন। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানান, বিষয়টি তাঁদের অজানা ছিল। আগামী বছর থেকে ওই এলাকায় সরস্বতী বন্দনার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।