দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: ভোট পরবর্তী হিংসায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহুয়াবাগানের সিপিএম নেতার মেয়ের টেলারিংয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়। শনিবার সেই পরিবারের পাশে দাঁড়িয়ে সেভ ডেমোক্রেশি ফোরাম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর্থিক সাহায্যের পাশাপাশি সেলাইয়ের মেশিন দেওয়া হয়।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার রাতেই দুর্গাপুরের মহুয়াবাগান এলাকার সিপিএমের পোলিং এজেন্ট মহম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের সেলাইয়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। চারটি সেলাই মেশিন সহ যাবতীয় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ মানেনি। সেদিন সিপিএম নেতৃত্ব ফিরোজা খাতুনের সঙ্গে দেখা করেন। পরদিন মীনাক্ষী মুখোপাধ্যায়-ও যান।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
শনিবার সেভ ডেমোক্রেশি ফোরামের ছয় সদস্যের প্রতিনিধি দল পৌঁছে যায় ফিরোজা খাতুনের কাছে। আর্থিক সাহায্য়ের পাশাপাশি তিনটি সেলাই মেশিন দেওয়া হয়। প্রতিনিধি দলে থাকা কলকাতা হাইকোর্টের আইনজীবী মহম্মদ শামীম বলেন, শুধু দুর্গাপুরেই নয় আমরা সারা রাজ্যজুড়ে ঘুরে বেড়াচ্ছি। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে থানাতে থানাতে অভিযোগ দায়ের করা হচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।
ফিরোজা খাতুন বলেন, এইভাবে পাশে দাঁড়ানোয় আমি ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমি এবং আমার পরিবারের সকলেই উপকৃত হয়েছি। সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে হিংসার ঘটনা ঘটছে। সেইখানে তো কাউকে দেখা যায় না। আমাদের রাজ্যে কোনও অশান্তির ঘটনাই ঘটে না। তবু বিজেপির কাছে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নানা প্রতিনিধি দল।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।