Durgapur. শুভেন্দু অধিকারী চোর, ব্যবস্থা নিক ইডি, সিবিআই: সায়ন্তিকা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৩: বিজেপি কোথাও সভা করলে তৃণমূল পাল্টা সভা করবে, এই রাজ্যে এটাই দস্তুর। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পান্ডবেশ্বরেও তার অন্য়থা হল না। শুক্রবার শীতলপুরে সভা করে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। রবিবার তার পাল্টা তৃণমূলের সভায় হাজির ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
দেখুন সেই ভিডিও
শুভেন্দু সভা থেকে দাবি করেছিলেন, পান্ডবেশ্বরের বিধায়ক মাসে দু’বার কলকাতায় কয়লার টাকা পাঠান। তিনি গণনাকেন্দ্রে কারচুপি করে ভোটে জিতেছেন। এদিন পাল্টা সভা থেকে সায়ন্তিকা বলেন, ‘‘শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে। উনি চোর। দ্রুত ব্যবস্থা নিক ইডি, সিবিআই। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকরা করেছেন।’’
আরও পড়ুন- পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধনে এ কাদের সম্বর্ধনা দেওয়া হল?
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।