
দুর্গাপুর: এসবিএসটিসির টিকিট কাউন্টারে ঝাঁপ পড়েছে। চরম ভোগান্তির মুখে যাত্রীরা। দুর্গাপুরের মুচিপাড়ায় আগে এসবিএসটিসির টিকিট কাউন্টার ছিল না। ফলে সমস্যায় পড়তে হতো যাত্রীদের। ২০১৯ সালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে টিকিট কাউন্টার তৈরি করে দেয়। জাতীয় সড়ক ধরে মুচিপাড়া হয়ে ধর্মতলা, করুণাময়ী, শিলিগুড়ি সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। কাউন্টার চালু হওয়ায় যাত্রীদের খুব সুবিধা হয়।
সূত্রের খবর, কাউন্টারটি লিজ নিয়ে চালাত দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থা। ২০২৪ এর ডিসেম্বর থেকে কখনও সার্ভার ডাউন আবার কখনও টিকিট নেই বলে যাত্রীদের ফিরিয়ে দেওয়া শুরু হয় বলে যাত্রীদের অভিযোগ। ২০২৫ সালের শুরুতে একেবারেই ঝাঁপ বন্ধ হয়ে যায় ওই টিকিট কাউন্টারের। আগাম খবর না দিয়ে এভাবে কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই সেখানে টিকিট কাটতে এসে হয়রানির মুখে পড়ছেন। বাসের সময়ও জানতে পারছেন না।সমস্যার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়াদেরও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
টিকিট না পেয়ে যাত্রী লোকনাথ আউলিয়া অভিযোগ করেন, “কাউন্টারে এসে দেখছি বন্ধ। এখন বাসের সময়ও জানতে পারছি না। টিকিটও পেলাম না। এখন কী করে ধর্মতলায় যাব সেটাই বুঝে উঠতে পারছি না।” যদিও এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল বলেন, “কী কারণে বন্ধ রয়েছে কাউন্টারটি, খোঁজ নিয়ে দেখছি। দ্রুত যাতে টিকিট কাউন্টারটি চালু হয় সেই ব্যবস্থা করব। যাত্রীদের সমস্যা যাতে না হয় সেটা দেখা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
