You are currently viewing বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত স্কুলছাত্র

বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত স্কুলছাত্র

শনিবার রাতে বাড়ির ছাদে আলো ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় একাদশ শ্রেণীর ওই ছাত্র। 

দুর্গাপুর দর্পণ, তেহট্ট, ১৯ নভেম্বর ২০২৩: বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (electrocution) মৃত্যু হল স্কুলছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়া (Nadia) জেলার তেহট্টের হাউলিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সায়ন দাস বৈরাগ্য। বয়স আনুমানিক ১৭ বছর। একাদশ শ্রেণীর ছাত্র ছিল সে।

জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলো দিয়ে বাড়ি সাজিয়ে তুলছিল সায়ন। শনিবার রাতে বাড়ির ছাদে আলো ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সায়নকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়নের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply