হাসপাতালে না নিয়ে গিয়ে ডাকা হল ওঝা, সাপের কামড়ে মৃত স্কুল ছাত্র

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ৩০ আগস্ট ২০২৩: হাসপাতালে না নিয়ে গিয়ে ডাকা হল ওঝাকে। সাপের কামড়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানার অন্তর্গত আহমেদপুরের মিতুদাসপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সুরজ মুর্মু। কুসংস্কারের বলি হতে হল ওই বালককে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘরের মেঝেয় শুয়েছিল সে। রাত পৌনে ১২টা নাগাদ একটি সাপ কামরায় তাকে। মাকে জানায় সে। প্রতিবেশীদের খবর দেওয়া হয়। অভিযোগ, বাড়িতে ডাকা হয় এক ওঝাকে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝাঁড়ফুক। মৃত্যুর কোলে ঢোলে পড়ে সুরজ। ঘন্টা তিনেক পরে মোটরবাইকে করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।