দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১২ আগস্ট ২০২৪: রাস্তায় পিচ বলে কিছু অবশিষ্ট নেই। সবটাই খানা খন্দে ভরা। তার উপর দিয়েই লাগাতার হেলতে দুলতে যাতায়াত করছে ওভার লোড বালির ট্রাক। যে কোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার বিদবিহারের শিবপুর থেকে গৌরবাজার পর্যন্ত জেলা পরিষদের ১০ কিলোমিটার রাস্তার এমনই হাল।
চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং স্কুল পড়ুয়াদের। বিপদের ঝুঁকি মাথায় নিয়ে যাতায়াত করতে হচ্ছে ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দাদের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়লেন শিবপুরের বাসিন্দারা। স্কুল পড়ুয়া কৃষ্ণ কিস্কুর অভিযোগ, “বেহাল রাস্তা ধরেই আমাদের জামদহ উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। ভারি ভারি বালির ট্রাক যাতায়াত করে। চরম ভয় লাগে। সাইকেল নিয়ে স্কুল যেতে গিয়ে বেহাল রাস্তার জন্য সাইকেলও খারাপ হয়ে যায়। এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
স্থানীয় বাসিন্দা নয়নতারা রায় বলেন, “যখন ভারি ভারি বালির ট্রাক যাতায়াত করে তখন পাথর ছিটকে গায়ে লাগে। বৃষ্টি হলে খানা খন্দে জল ভরে যায়। যাতায়াত করাই দূরহ হয়ে দাঁড়ায়। চরম সমস্যার মুখে পড়তে হয় আমাদের।” রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর। তিনি বলেন, “জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত যাতে রাস্তা সংস্কার হয় সেই ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।” এখন দেখার, শেষ পর্যন্ত কবে রাস্তার কাজ হয়! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।