দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের খান্দরা কলেজে শনিবার শুরু হল বিজ্ঞান মেলা। বিজ্ঞান নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রাণী বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা এবং পরিবেশ বিষয়ক ৮টি স্টল করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালো বরণ মন্ডল, সমাজসেবী সন্দীপ দে, কলেজের অধ্যক্ষ পিনাকি রঞ্জন ভট্টাচার্য সহ অন্যরা। অধ্যক্ষ বলেন, “পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান নিয়ে সচেতনতার বার্তা দিতেই এই মেলার আয়োজন। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে পরিবেশকে কীভাবে বাঁচানো যায় সেই বার্তাও দেওয়া হয়। বিজ্ঞানের অপব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে সেগুলিও বোঝানো হয় পড়ুয়াদের। সঙ্গে বিজ্ঞানের সুফলগুলিও তুলে ধরা হয়।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।