দুর্গাপুর ব্যারাজের সেতু সংস্কারের কাজ খতিয়ে দেখতে এলেন সেচ দফতরের সচিব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রায় ৭০ বছরের পুরনো পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ব্যারাজের সেতু ব্যারাজের সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ২৬ হাজারের বেশি যানবাহন চলাচল করে। দুর্গাপুর থেকে নয়াগ্রাম গামী ৯ নম্বর রাজ্য সড়ক গিয়েছে এই সেতুর উপর দিয়ে। বাঁকুড়া থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যারাজ হয়ে দুর্গাপুরে আসেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
গত ১ মে থেকে ব্যারাজের সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। ব্যারাজের নীচে দামোদরের বুকে গড়ে তোলা হয়েছে বিকল্প রাস্তা। সংস্কারের কাজ চলছে জোরকদমে। রবিবার কাজ দেখতে এলেন সেচ দফতরের সচিব মণীশ জৈন। ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় প্রমুখ। সচিব বলেন, “দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়াররা নজর রেখে চলেছেন। ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

