September 28, 2023

ট্যাঙ্কারে মুখ্যমন্ত্রীর ছবি সাঁটিয়ে লুকিয়ে জল তুলে বিক্রির চক্র দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ জুন ২০২৩: ট্যাঙ্কারে মুখ্যমন্ত্রীর ছবি সাঁটিয়ে লুকিয়ে জল তুলে বিক্রির চক্র চলছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ধবনী গ্রাম এলাকায়। প্রশাসনের নজর এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ফন্দি। ঘরের ভিতরে বসানো হয়েছে সাবমার্শিবল পাম্প। জানলা দিয়ে পাইপ ঢুকিয়ে ট্যাঙ্কার জলভর্তি করে তা বিক্রি করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

ধবনী গ্রামের বাসস্ট্যান্ডে একটি দোকানের পাশে রয়েছে এই পাম্পটি। ট্যাঙ্কারে জল ভরছিলেন ট্যাঙ্কার মালিক শাহ আলম তরফদার। তিনি দাবি করেন, পঞ্চায়েতের অনুমতি নিয়ে পাম্প বসানো হয়েছে। তবে পাম্পের মালিককে সেখানে পাওয়া যায়নি। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, এমন কোনও অনুমতি পঞ্চায়েত থেকে দেওয়া হয় না। পঞ্চায়েত মন্ত্রী জানান, বেআইনিভাবে যাঁরা একাজ করছেন এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করছেন তাঁরা অন্যায় করছেন। স্থানীয় প্রশাসন নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: