
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ মার্চ ২০২৪: প্রয়াত হলেন দুর্গাপুরের প্রবীণ রাজনীতিক মৃগেন্দ্রনাথ পাল। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। কংগ্রেসী রাজনীতিতে বরাবর তিনি রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গেই তিনিও তৃণমূলে যোগ দেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
তিনি দুর্গাপুর পুরসভায় দুবার কাউন্সিলর নির্বাচিত হন। গত পুরভোটে ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে তিনি পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন। পেশাগত জীবনে তিনি অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন। আদি বাড়ি বাঁকুড়ায়। তবে তিনি সপরিবার থাকতেন ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন রোডে ডিএসপির কোয়ার্টারে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।