October 3, 2023

নওয়াজ শরিফকে নিয়ে পাকিস্তানের রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ জুলাই ২০২৩: পাকিস্তানের (Pakistan) রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়! দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। সদ্য পদত্যাগ করা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজের ভাই শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এ’খবর জানিয়েছেন। ইমরান খান জেলে। এই পরিস্থিতিতে নওয়াজ দেশে ফিরলে পাকিস্তানের রাজনীতিতে নতুন উন্মাদনা জেগে উঠবে তা বলাই বাহুল্য।

পানামা পেপার্স মামলায় ২০১৭ সালে পাকিস্তানি সুপ্রিম কোর্টের রায়ে পদত্যাগ করতে হয় নওয়াজকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইমরান সরকার। ২০১৮ সালে নওয়াজের ৭বছরের কারাবাসের সাজা হয়। এছাড়া অন্য মামলার রায়ে মোট ১১ বছরের জেল হয় তাঁর। সঙ্গে ৮ মিলিয়ন পাউন্ড জরিমানা।

নওয়াজ এখন লন্ডনে থাকেন। ভাই শাহবাজ পাকিস্তানের মসনদে বসার পর থেকেই পরিস্থিতি বদলাতে থাকে। এই মুহূর্তে তোষাখানা মামলায় ইমরান জেলে। এই পরিস্থিতিতে নওয়াজ দেশে ফিরে ফের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পেয়ে যাবেন কী না তা শুধু বলবে সময়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Verified by MonsterInsights