দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ জানুয়ারি ২০২৩: জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের আলাদা নিয়ম স্বাধীনতা দিবস (Independence Day) ও প্রজাতন্ত্র দিবসে (Republic Day)। স্বাধীনতা দিবসে দণ্ডের নীচে পতাকা বাঁধা থাকে। সেটি টেনে দণ্ডের একেবারে উপরে তোলা হয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসে আগে থেকেই পতাকাটি বাঁধা থাকে দণ্ডের উপরে। সেখানেই বাঁধন খুলে উড়িয়ে দেওয়া হয়।
স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। ১৫ আগস্ট লালকেল্লায় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজপথে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#RepublicDay2024