দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) আড়রা এলাকায় রয়েছে প্রাচীন এই রাঢ়েশ্বর শিব মন্দির (Rarheswar Shiva temple)। প্রতি বছর শিবরাত্রির দিন ভোর থেকে ভক্তদের বিশাল লাইন পড়ে শিব মন্দির চত্বরে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ভক্তরা শিবের মাথায় জল ঢালবেন বলে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তবে এবার একটি বিষয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে এ’বছর। মন্দিরে অরাজকতা চলছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। অর্থের ভিত্তিতে ভক্তের বিভাজন করা হচ্ছে রাঢ়েশ্বর শিবমন্দিরে। ২০০ ও ৫০০ টাকা দিয়ে পুজো দিলে লাইন দিতে হচ্ছে না। কিন্তু বিনামূল্যে পুজো দিতে গেলে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সাধারণ ভক্তরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।