দুর্গাপুর: ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জল বয়ে যাচ্ছে দুর্গাপুরের বিধাননগরের মার্টিন লুথার কিং সরণি দিয়ে। দীর্ঘদিন ধরে ওই জল বয়ে যাওয়ায় রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে। দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে পথ চলতি মানুষ থেকে গাড়ি চালকদের। প্রতিবাদে বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুরের মুচিপাড়া থেকে ইন্দো আমেরিকান মোড় যাওয়ার জন্য জাতীয় সড়কের সমান্তরাল রাস্তা হল মার্টিন লুথার কিং সরণি। জাতীয় সড়ক এরিয়ে অনেকেই এই রাস্তাটি দিয়ে যাতায়াত করেন। কিন্তু রাস্তার এই পরিস্থিতির জন্য বিপাকে পড়ছেন তাঁরা।
রাস্তার পাশের নিকাশি নালা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। ফলে সেই নোংরা জল জমা হচ্ছে রাস্তায়। যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষজনকে। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। একাধিক বার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে জানানোর পরেও কোন কাজ হয়নি, এমন অভিযোগ তুলে বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ১৫ মিনিট ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চিঠি দিয়ে এই রাস্তা সংস্কার ও বেহাল নিকাশি নালা সংস্কারের দাবি করেছি। তারপরেও কোন কাজ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। দ্রুত এই রাস্তা এবং নিকাশি নালা সংস্কার করা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটবো।” প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুর নগর নিগমের প্রতিটি এলাকায় নজরদারি চালানো হয়। প্রচন্ড বৃষ্টি হলে কিছু কিছু নিকাশি নালার জল উপচে পড়ে। ওই এলাকায় নিকাশি নালা সাফ এবং সংস্কারের কাজ শুরু হয়েছে । দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।