দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: মাথায় ইমার্জেন্সি লাইট, বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আবাসনের ম্যানেজারকে ঘিরেও চলে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের শোভাপুরের আবাসন চত্বরে। প্রায় ৭০০ আবাসিক রয়েছেন ওই বিলাসবহুল আবাসনে। অথচ পরিষেবার বালাই নেই সেখানে, এমনই অভিযোগ আবাসিকদের।
তাঁরা জানান, পানীয় জল, বিদ্যুৎ, লিফট বিভ্রাট লেগেই রয়েছে। ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় চুরির আতঙ্কে দিন কাটে। পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও পরিষেবা মেনে না বলে অভিযোগ। সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী শতাব্দী রায়ের অভিযোগ, “পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয়। জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে ৩৩ হাজার টাকা করে দিয়েছিলাম তারপরেও তারা সেই টাকা পুর নিগম কর্তৃপক্ষকে দেয়নি। সেই কারণে পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত সেই টাকা পুর নিগমকে দিতে ওরা বাধ্য হয়েছিল।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তাঁর আরও অভিযোগ, পানীয় জলের পাইপ লাইন বেহাল হয়ে পড়ে রয়েছে। ব্যবহার করা হচ্ছে কমদামি পাইপ। তাই ঠিকমত পানীয় জল মিলছে না আবাসনগুলিতে। এছাড়াও বিদ্যুতের সমস্যা লেগেই থাকে। লিফট বিভ্রাটের জেরে মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। প্রচন্ড বৃষ্টি হলে বৃষ্টির জলও ঘরের মেঝেতে ঢুকে যায়।” ওই আবাসনের ম্যানেজার বিজয় দে অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “পরিষেবা পাওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা তা দীর্ঘদিন ধরে আবাসিকরা দিচ্ছেন না। তাই এই সমস্যা দেখা দিচ্ছে। তবুও আমরা পরিষেবা ঠিকমতই দিয়ে থাকি।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।