দুর্গাপুর দর্পণ, ৪ জুন ২০২৪: আসানসোল কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ২৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে গেলেন। বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া প্রথম দিকে এগিয়ে থাকলেও যত সময় যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন শত্রুঘ্ন। তৃণমূল কর্মীদের মধ্যে যত উচ্ছ্বাস দেখা যাচ্ছে তত হতাশ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।