দুর্গাপুর: আড়াই দিন নিখোঁজ থাকার পর বুধবার সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী শের বাহাদুর। কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন? কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন? রয়েছে ধোঁয়াশা। প্রতিবেশী অঙ্কুর বিদ জানান, ডিউটি থেকে ফেরার সময় দেখেন শের বাহাদুর বাড়ির দিকে যাচ্ছে। হাঁটা চলা অস্বাভাবিক। কোথায় গিয়েছিলেন জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। বাড়ি ঢোকার সময় হাউ হাউ করে কাঁদতে থাকেন। বাড়ি ফিরে স্নান করে বিছানায় চলে যান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সাংবাদিকদের কিছু বলতে চাননি।খবর পেয়ে পুলিশ আসে। তবে তিনি শুয়ে পড়ায় কথা বলতে পারেনি। থানায় দেখা করতে বলে গিয়েছে পুলিশ। তাঁর স্ত্রী ফুল মাইয়া বলেন, “বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে আমার স্বামী। জামা ভিজেছিল। স্নান করে শুকনো জামা কাপড় পরে বিশ্রাম নিতে চলে যান। আমাকেও কিছু বলতে চাননি উনি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।