দুর্গাপুরের হাসপাতালে চলল গুলি, হামলা পুলিশের উপর, চরম আতঙ্ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চলল গুলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চলে। পুলিশ জানিয়েছে, দুই রাউন্ড গুলির খোল উদ্ধার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গেলে আক্রান্ত হয় পুলিশ। আপাতত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। চরম আতঙ্ক হাসপাতাল জুড়ে।
জানা গিয়েছে, দুর্গাপুরের অঙ্গদপুরের বাসুদেব পাল নামের ৫৩ বছরের এক ব্যক্তি একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুদিন ধরে চিকিৎসা চলছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বিক্ষোভ দেখাচ্ছিল বাসুদেব পালের পরিবার পরিজনরা। চিকিৎসকের সাথে দেখা করতে চাইছিল তারা। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে পুলিশ যায়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের তরফে দু-তিন জন গিয়ে চিকিৎসকের সাথে দেখা করতে পারে। কিন্তু বিক্ষোভকারীরা সবাই যেতে চায় বলে দাবি করতে থাকে। আচমকা তাদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এক পুলিশ কর্মীর উপরেও হামলা চালায় বলে অভিযোগ। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে চার জনকে আটক করে নিযে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “চার জনকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তাদের গ্রেফতার করা হবে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেটির লাইসেন্স আছে না নেই, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তিন রাউন্ড গুলি চালানো হয়েছে। কিন্তু দু রাউন্ড গুলির খোল খুঁজে পাওয়া গিয়েছে। আমাদের একজন পুলিশ কর্মীর গায়েও হাত দেওয়া হয়েছে। সেই বিষয়েও অভিযোগ দায়ের হচ্ছে।”
হাসপাতালের নিরাপত্তারক্ষী বর্ণালী চৌধুরী বলেন, “চিকিৎসকের সাথে দেখা করার জন্য একজন রোগীর আত্মীয়দের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর আত্মীয়রা সবাই হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য জোর করছিল। ইমার্জেন্সির সামনে চিৎকার চেঁচামেচি করছিল। তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও চড়াও হতে যায় তারা। তারপরেই একজন আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে ৩ রাউন্ড গুলি চালায়। ওদের পুলিশ ধরে নিয়ে গিয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )