উচ্ছেদ করতে এসে দোকানদারদের তাড়া খেয়ে পালিয়ে গেলেন এডিডিএ’র আধিকারিকেরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে অবৈধ দোকানদারদের উচ্ছেদ করতে গিয়ে মঙ্গলবার ধুন্দুমার বেধে যায়। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) আধিকারিকেরা এদিন গিয়েছিলেন উচ্ছেদ করতে। কিন্তু বিক্ষোভকারী দোকানদারদের হাতে রীতিমতো হেনস্থার মধ্যে পড়ে তাঁরা বাধ্য হয়ে উচ্ছেদ স্থগিত রেখে চলে যান।
সিটি সেন্টারে সম্প্রতি অবৈধ নির্মাণ উচ্ছেদ শুরু করেছে এডিডিএ। এদিন বিদিশা মোড়ের কাছে উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে প্রচেষ্টা নামে একটি ক্লাব রয়েছে। ক্লাবের দু’দিকের দুটি দোকান ভাঙার পরে ক্লাব ভাঙতে যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্লাবের সদস্যরা ও দোকানদাররা এসে বাধা দেন। তাঁদের বক্তব্য, এলাকায় একটি তৃণমূলের পার্টি অফিস রয়েছে। সেটি ভাঙা হচ্ছে না। তাই তাঁরাও দোকান, ক্লাব ভাঙতে দেবেন না।
পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমসিম খায়। এডিডিএ’র আধিকারিকদের ধরে টানা হেঁচড়া শুরু হয়। এমনকি পুলিশকেও হাত ধরে টানতে দেখা যায় একজনকে। পুলিশ এডিডিএ আধিকারিকদের গাড়িতে তুলে দিয়ে এলাকা থেকে বের করে দেয়। এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের দলীয় কার্য্যালয় রয়েছে হাউজিং বোর্ডের জায়গায়। কিন্তু এডিডিএ’র জায়গায় কোনও দখলদারি চলবে না।’’ যারা কাজে বাধা দিয়েছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।