
দুর্গাপুরের গোপালপুরে চলল গুলি, আতঙ্কিত এলাকাবাসী
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৯ জুলাই ২০২৪: কেউ বলছেন দুটি, কেউ বলছেন তিনটি। সংখ্যা নিয়ে মতান্তর থাকতে পারে। তবে বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে গুলি যে চলেছে সে বিষয়ে কোনও দ্বিমত নেই। কারণ, একটি গুলি গিয়ে লাগে পঞ্চায়েতের লাগানো স্ট্রিট লাইটে। ভেঙে চৌচির হয়ে যায় সেটি। মূলত দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পঞ্চায়েতের সদস্য চন্দনা পাল বলেন, “আমি দুটি গুলির আওয়াজ পাই। চিৎকার চেঁচামিচি শুনে দৌড়ে যাই। দেখি, দুই পক্ষের মধ্যে অশান্তি চলছে। আমার ভাই প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। আমায় মেরে চশমা ভেঙে দেওয়া হয়।” এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের বক্তব্য, গুলি যদি কারওর গায়ে লাগত তাহলে বড় বিপদ হতে পারত।
জানা গিয়েছে, সঞ্জয় লায়েক ও প্রদ্যুৎ লায়েকের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে বহু বছর ধরে। সঞ্জয় লায়েকের দাবি, তিনি গরু বাঁধছিলেন। সেই সময় প্রদ্যুৎ লায়েক বেরিয়ে গুলি চালায়। তিনি চিৎকার করে ওঠেন। তখন প্রদ্যুতের সঙ্গে তাঁর হাতাহাতি শুরু হয়। তখনই প্রদ্যুৎ একজনকে মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দু’জনকে আটক করে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মন্ডল বলেন, “জমি সংক্রান্ত বিবাদ থেকে এই ঘটনা। তবে এভাবে কেউ বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করবে এটা মেনে নেওয়া যায় না।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।