![murder](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-16-at-14.01.03.jpeg?fit=1024%2C1024&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: দিনটা ছিল ২০২২ সালের ১৯ অক্টোবর। সেদিন সকালে স্থানীয়রা বাড়ির ভিতর থেকে পচা গন্ধ পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিকেলস কলোনি সংলগ্ন আরএন দত্ত ক্যাম্প বস্তি এলাকার ঘটনা। সেই খুনের কিনারা আজও হয়নি। মহিলার স্বামী ও দুই সন্তান তখন থেকে নিখোঁজ। বিচার চেয়ে মহিলার দাদা মঙ্গলবার সাইকেলে করে রাজভবন রওনা দিলেন। রাজ্যপালের কাছে বিচার চাইতে।
মৃতার নাম উমা খাতুন। বছর ৩০ এর উমার বাপের বাড়ি কোকওভেন থানার অন্তর্গত ভবানী পল্লীতে। বিয়ে হয়েছিল রফিক আলমের সঙ্গে। ভিন্ন ধর্মের বিয়ে হওয়ায় উমার বাপের বাড়ির সঙ্গে তেমন কোনও সুসম্পর্ক ছিল না। দম্পতির একটি ৯ বছরের মেয়ে ও ১১ বছরের ছেলে ছিল। রফিক অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় কাজ করত। কয়েকদিন ধরে এলাকায় উমাকে দেখা যায়নি। শেষ পর্যন্ত দরজা ভেঙে বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উমার স্বামীর খোঁজ পায়নি পুলিশ। খোঁজ মেলেনি উমার দুই সন্তানেরও। উমার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু প্রায় দুই বছর পরেও মেলেনি বিচার। প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার। সুবিচারের আশায় শেষ পর্যন্ত মঙ্গলবার দুর্গাপুর থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। সমস্ত নথি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বসে। তাঁর মা মিনতি স্বর্ণকার বলেন, “মেয়ের খুনির শাস্তি আর দুই নাতি-নাতনির খোঁজ চাই। মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ বাবা। এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। ছেলে যাচ্ছে রাজ্যপালের কাছে সুবিচারের আশায়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।